চাল মজুদ করায় রাজশাহীর ২ মিলকে জরিমানা

অবৈধভাবে পাঁচ হাজার বস্তা চাল মজুদ করায় রাজশাহীতে দুই রাইস মিল মালিকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2017, 02:24 PM
Updated : 18 Sept 2017, 03:50 PM

সোমবার নগরের বোয়ালিয়া থানার সপুরা এলাকায় হা-মীম ও আসলাম রাইস মিলে এ অভিযান চালানো হয় বলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুব্রত পাল জানান।

তিনি বলেন, হা-মীম এগ্রো ফুড রাইস মিলে চার হাজার ২৯ বস্তা ও আসলাম রাইস মিলে এক হাজার ২৮৫ বস্তা চালের অবৈধ মজুদ পাওয়া যায়। এ কারণে হা-মীমকে রাইস মিলকে ৫০ হাজার ও আসলাম রাইস মিলের ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।