খাগড়াছড়িতে হরতালের পর সড়ক অবরোধের ডাক

পার্বত্য জেলা পরিষদের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বাতিল, ছাত্রদল নেতা রবিউল আওয়াল হত্যার প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে মঙ্গলবার থেকে খাগড়াছড়িতে তিনদিনের সড়ক অবরোধের ডাক দিয়েছে সুষম উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি।

খাগড়াছড়ি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2017, 01:45 PM
Updated : 18 Sept 2017, 01:45 PM

সোমবার সুষম উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আহ্বায়ক ও সদর ইউনিয়নের চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা এ কথা জানান।

একই দাবিতে সোমবার খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ।

খাগড়াছড়ি পুলিশ সুপার আলী আহমেদ খান বলেন, হরতালে কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জেলা জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

চঞ্চুমনি চাকমা বলেন, “পার্বত্য জেলা পরিষদের চরমান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বাতিল, ছাত্রদল নেতা রবিউল আওয়াল হত্যা ও গৃহবধূ ফাতেমা বেগমকে অপহরণ প্রতিবাদে মঙ্গলবার থেকে খাগড়াছড়িতে টানা তিনদিন সড়ক অবরোধের ঘোষণা দেওয়া হয়েছে।”