নরসিংদী রেল স্টেশনে হামলা, গুলি

নরসিংদী রেল স্টেশনে হামলা চালিয়ে স্টেশন মাস্টারের কক্ষে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।

নরসিংদী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2017, 01:08 PM
Updated : 18 Sept 2017, 01:09 PM

সোমবার রেলওয়ে স্টেশনে হামলার এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানান ভৈরব রেলওয়ে থানার ওসি আবদুল মজিদ জানান।

এ ঘটনায় নরসিংদী শহরের বানিয়াছল এলাকার সাগর (২০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

স্টেশন মাস্টার মুহিদুল ইসলাম জানান, সোমবার ভোর ৫টায় ঢাকাগামী চট্টগ্রাম মেইল ট্রেনের এক যাত্রী ছিনতাইকারীদের কবলে পড়ে। রেলওয়ে পুলিশ ওই যাত্রীর মালামাল উদ্ধার করে ফিরিয়ে দিলে ছিনতাইকারীরা পুলিশকে দেখে নেওয়ার হুমকি দেয়।

“এর জেরে সকাল সাড়ে ৮টার দিকে পিস্তল, চাপাতি ও রামদা নিয়ে চারজন রেল স্টেশনে হামলা চালায়। তারা রেলওয়ে পুলিশ ফাঁড়ি বন্ধ পেয়ে দরজা ভাঙার চেষ্টা করে। দরজা ভাঙতে না পেরে স্টেশন মাস্টারের কক্ষে হামলা ও গুলি চালায়।”

ছিনতাইকারীদের মধ্যে একজনের মুখ ঢাকা থাকলেও অন্যদের খোলা ছিল বলে স্টেশন মাস্টার জানান।

ওসি আবদুল মজিদ বলেন, স্টেশনের সিসি ক্যামেরার ফুটেজ থেকে ছিনতাইকারীদের চিহ্নিত করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে কারো নাম বলা যাচ্ছে না।

ইতোমধ্যে সাগর নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।