টাঙ্গাইলে হত্যা মামলায় বাবাসহ তিন ছেলের যাবজ্জীবন

টাঙ্গাইলে দুই বছর আগে এক ব্যক্তি হত্যা মামলায় বাবাসহ তিন ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2017, 10:11 AM
Updated : 18 Sept 2017, 10:28 AM

সোমবার টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ রবিউল হাসান এ রায় ঘোষণা করেন।   

দণ্ডিতরা হলেন দেলদুয়ার উপজেলার পাছ এলাসিন গ্রামের সাগর মিয়া (৬০) এবং তার তিন ছেলে এরশাদ মিয়া (২৮), রাসেদ মিয়া (২৬) ও মনিরুল ইসলাম (২২)।

যাবজ্জীবন ছাড়াও প্রত্যেককে আসামিকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে টাঙ্গাইল আদালতের পরিদর্শক মো.আনোয়ারুল ইসলাম জানান।  

মামলার বিবরণে বলা হয়, বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে ২০১৫ সালের ১৮ জুলাই দুপুরে দেলদুয়ার উপজেলার পাছ এলাসিন গ্রামের মজনু মিয়ার বাড়িতে ঢুকে আসামিরা তাকে লোহার রড দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।

পরে সাভরের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পরদিন মজনুর স্ত্রী খাদিজা বেগম বাদী হয়ে চারজনের বিরদ্ধে দেলদুয়ার থানায় একটি মামলা দায়ের করেন।