গোপালগঞ্জে নৌকা বাইচ

গোপালগঞ্জের কাশিয়ানীতে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2017, 08:11 AM
Updated : 18 Sept 2017, 08:43 AM

জেলার কুমার নদীতে রোববার হোগলাকান্দী-চকবনদোলা গ্রামবাসী এ নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করে।

আবহমান গ্রাম বাংলার অতি প্রাচীন কৃষ্টি, সংস্কৃতি ও নিজস্বতা ধরে রাখতে লাখো প্রাণের আনন্দ উচ্ছ্বলতায় হোগলাকান্দী থেকে চকবনদোলা পর্যন্ত দুই কিলোমিটার এলাকা জুড়ে নৌকা বাইচ ও মেলা অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জ ও ফরিদপুর জেলার ১০টি সরেঙ্গা, ছিপ, কোষা ও বাছারী নৌকা এতে অংশ নেয়।

দুপুর থেকে নানা বর্ণে ও বিচিত্র সাজে সজ্জিত দৃষ্টি নন্দন নৌকা তুমুল বাইচ শুরু করে। বাইচ দেখতে নদীর দুপাড়ে ভিড় জমায় বিভিন্ন বয়সী লাখ লাখ মানুষ। এর মধ্যে নারীদের উপস্থিতি ছিল সবচেয়ে বেশি।

কাশি বাজিয়ে, জারি সারি গান গেয়ে এবং নেচে প্রতিযোগিদের উৎসাহ দেয় দর্শকেরা। তাদের করতালীতে পরিবেশ মুখরিত হয়ে ওঠে।

প্রতিযোগিতায় প্রথম হয় আড়পাড়ার উকিল মিনারের নৌকা। সন্ধ্যায় কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান জানে আলম বীরু মিয়া বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এছাড়া অংশগ্রহণকারী প্রতিটি নৌকাকে একটি করে রঙ্গিন টেলিভিশন উপহার দেওয়া হয়।