গোপালগঞ্জে দুর্বৃত্তের আগুনে দগ্ধ বৃদ্ধার মৃত্যু

গোপালগঞ্জে দুর্বৃত্তের দেওয়া আগুনে দগ্ধ বৃদ্ধা আমেনা বেগমের (৭৫) মৃত্যু হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Sept 2017, 11:02 AM
Updated : 17 Sept 2017, 11:51 AM

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন তার ছেলে মো. আয়ুব আলী মোল্লা।

তিনি সদর উপজেলার গোবরা চারঘাটা গ্রামের মৃত আকুল হোসেন মোল্লার স্ত্রী।

গত ১২ সেপ্টেম্বর রাত ২টার দিকে জানালার ফাঁক দিয়ে ওই বৃদ্ধার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

আয়ুব আলী মোল্লা বলেন, তার ছোট ভাইয়ের ফাঁকা ঘরে মাদক সেবন করে আসছিল এলাকার কিছু মাদকসেবী। তাদের বাধা দেওয়ায় তার মায়ের গায়ে আগুন ধরিয়ে হত্যার চেষ্টা চালায় তারা।

“ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় দগ্ধ মাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বুধবার দুপুরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়।”

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. সেলিম রেজা বলেন, এ ঘটনায় অজ্ঞাত পরিচয়ের ৩/৪ জনকে আসামি করে বুধবার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বৃদ্ধার ছেলে। মাদক সেবনে বাধা দেওয়ায় মাদকসেবীরা তার মায়ের শরীরে আগুন দিয়ে হত্যা চেষ্টার করে বলে অভিযোগ এনেছেন তিনি।