রাজশাহী সেইফহোমের ২ কিশোরী নিখোঁজ

রাজশাহী সরকারি সেইফহোমের দুই কিশোরীকে পাওয়া যাচ্ছে না।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Sept 2017, 09:37 AM
Updated : 17 Sept 2017, 10:03 AM

সেইফহোমের উপ-তত্ত্বাবধায়ক লাইজু রাজ্জাক জানান, শনিবার রাত ১০টার পর থেকে তাদের পাওয়া যাচ্ছে না।

কর্তৃপক্ষের দাবি, বাথরুমের পেছনের গ্রিল ভেঙে তারা পালিয়েছে।

এ ব্যাপারে রাতেই শাহ মখদুম থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে বলে জানান  লাইজু রাজ্জাক।

এরা হলেন রংপুরের তারাগঞ্জ এলাকার তানজিলা আক্তার ও নীলফামারির ডোমারের সুমি আক্তার।

গত ১২ সেপ্টেম্বর রংপুরের একটি আদালত তানজিলাকে এবং গত ২৯ অগাস্ট নীলফামারির একটি আদালত সুমিকে রাজশাহী সরকারি সেইফহোমে পাঠায়।

উপ-তত্ত্বাবধায়ক বলেন, শনিবার রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত হোমে বিদ্যুৎ ছিল না। এ সময়ের মধ্যে তারা দুইজন বাথরুমের পিছনের ভেন্টিলেটরের গ্রিল ভেঙে পালিয়েছে। রাত ১০টার পর থেকে এলাকায় অনেক খোঁজাখোঁজি করে তাদের না পেয়ে থানায় জিডি করা হয়েছে।

তিনি বলেন, সন্ধ্যায় মোবাইল ফোনে দুই কিশোরী মায়ের সঙ্গে কথা বলে। তাদের বিরুদ্ধে কোনো মামলা না থাকায় তাদের হোম থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে বলা হয় দুজনের মাকে।

শাহ মখদুম থানার ওসি জিল্লুর রহমান বলেন, বাথরুমের ভেন্টিলেটরের গ্রিল ভেঙে দুই কিশোরী পালিয়ে গেছে জানিয়ে শনিবার রাতে হোমের উপ-তত্ত্বাবধায়ক লাইজু রাজ্জাক থানায় জিডি করেছেন। বিষয়টি পুলিশ তদন্ত করছে এবং দুই কিশোরীকে উদ্ধারে তৎপরতা চালাচ্ছে।

ইতিমধ্যেই রংপুর ও নীলফামারিরসহ বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে বলে জানান ওসি।