বগুড়ায় চাল মিল মালিকদের ‘বিশেষ সভা’

চালের দাম বৃদ্ধি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানসহ বিভিন্ন বিষয়ে সরকারের সঙ্গে আলোচনার কৌশল নির্ধারণে বগুড়ায় বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতি ‘বিশেষ সভা’ করেছে।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2017, 01:42 PM
Updated : 16 Sept 2017, 02:14 PM

শনিবার বগুড়ার শাজাহানপুর উপজেলার বীরগ্রামের একটি অটো রাইচ মিলে এ সভা হয় বলে সংগঠনটির সভাপতি আব্দুর রশীদ জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামী ১৯ সেপ্টেম্বর খাদ্যমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী ও কৃষিমন্ত্রীর সঙ্গে সমিতির নেতাদের বৈঠক রয়েছে। সেই বৈঠকে মালিকদের দাবি নির্ধারণের জন্য ‘বিশেষ সভার’ আয়োজন করা হয়েছে।

“চালের বাজারের বর্তমান অবস্থা, বাজার নিয়ন্ত্রণ, এ বিষয়ে আমাদের করনীয় এবং সরকারকে কিভাবে সরকারকে সহযোগিতা করতে পারি সে বিষয়ে আলোচনা হয়েছে।”

রোহিঙ্গাদের সাহায্যের জন্য প্রধানমন্ত্রীর কাছে মিল মালিকদের পক্ষ থেকে ৫০ লাখ টাকা প্রদান করার সিদ্ধান্ত হয়েছে বলে জানান সভাপতি রশীদ।

সারাদেশ থেকে ১১০ জন মিল মালিক এ সভায় যোগ দেন  বলে সংগঠনের সদস্য তালহা মুস্তাফিজ জানান।

রোহিঙ্গাদের আলু দিচ্ছে উত্তরবঙ্গ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন

রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তা ‍হিসেবে পাঁচশত মেট্রিকটন আলু দিচ্ছে উত্তরাঞ্চল কোল্ড স্টোরেজ ওনার্স অ্যাসোসিয়েশন।

শনিবার দুপুরে বগুড়ার কাহালুতে এক সভায় এ সিদ্ধান্ত  হয় বলে অ্যাসোসিয়েশনের সভাপতির হোসনে আরা জানান