মাদারীপুরে দুর্গাপূজা উপলক্ষে নৌকাবাইচ

মাদারীপুরের রাজৈর উপজেলায় দুর্গাপূজা উপলক্ষে গ্রামবাংলার জনপ্রিয় নৌকা বাওয়ার প্রতিযোগিতা নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে।

রিপনচন্দ্র মল্লিক মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2017, 06:05 AM
Updated : 16 Sept 2017, 06:08 AM

উপজেলার আমগ্রাম ইউনিয়নের পাখুল্লার বিলে শুক্রবার বিকেলে ৩৪টি নৌকার অংশগ্রহণে এ প্রতিযোগিতা হয়।

নৌকাবাইচ দেখতে জড়ো হয় দূর-দূরান্তের শিশু-কিশোরসহ সব বয়সের মানুষ। দর্শকরা ডিঙ্গিনৌকা ও ট্রলারে চড়ে প্রতিযোগিতা উপভোগ করেন।

আয়োজকদের প্রধান শাহিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা দুর্গাপূজা উপলক্ষে, দুর্গাকে স্বাগত জানাতে এই আয়োজন করেছি। প্রতিবছর দুর্গাপূজা উপলক্ষে এমন আয়োজন করতে চাই। এটা আমাদের বাঙালির সংস্কৃতি। আমরা একে ধরে রাখব।”

প্রতিযোগিতায় কোটালীপাড়া উপজেলার নয়ানগর এলাকার সুকুমার বাইনের নৌকা প্রথম, লাঘিরপাড়া এলাকার মিহির মজুমদার দ্বিতীয় ও রামনগরের নিত্যানন্দ গাইনের নৌকা তৃতীয় হয়। পুরস্কার হিসেবে সবাইকে ফ্রিজ দেওয়া হয়।

বিজয়ীদের পুরস্কার হস্তান্তর করেন মাদারীপুর সদর উজেলা পরিষদের চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, রাজৈর থানার ওসি জিয়াউল মোর্শেদ ও আয়োজক শাহিন চৌধুরী।