বেনাপোলে ভারতীয় পণ্য জব্দ

যশোরের বেনাপোল সীমান্ত থেকে বিভিন্ন ধরনের চিকিৎসা সামগ্রীর একটি চালান আটক করা হয়েছে; যেগুলো অবৈধভাবে ভারত থেকে আনা হয়ছে বলে বিজিবির দাবি।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Sept 2017, 12:47 PM
Updated : 15 Sept 2017, 12:47 PM

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক জানান, শুক্রবার দুপুরে বেনাপোল বাঁশকল পোস্টের পেছনের একটি পরিত্যক্ত ঘর থেকে পণ্যগুলো জব্দ করা হয়।

তিনি বলেন, পাচারকারীরা বিভিন্ন ধরনের অবৈধ পণ্যের একটি চালান দেশের ভেতরে পাঠানোর জন্য বেনাপোলে মজুদ রেখেছে এমন খবরে অভিযান চালায় বিজিবি।

“বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।পরে সেখান থেকে বিপুল পরিমাণ ক্যানোলা, সিরিঞ্জের পাইপ ও জেল (ওষুধ) পাওয়া যায়।”

আটককৃত মালামালের যেগুলোর বাজারমূল্য আনুমানিক একুশ লাখ ৭৬ হাজার টাকা।সেগুলো বেনাপোল শুল্কভবনে জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি।