ঠাকুরগাঁওয়ে গৃহবধু হত্যা মামলায় স্বামী-শ্বশুর গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় গৃহবধূ নাসরিন আক্তার হত্যা মামলায় তার স্বামী ও শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঠাকুরগাঁও প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Sept 2017, 10:43 AM
Updated : 15 Sept 2017, 11:06 AM

বালিয়াডাঙ্গী থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, ঘটনার ১১দিন পর শুক্রবার সকালে টাঙ্গাইল জেলার ভুয়াপুর থানার এলোয়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- বালিয়াডাঙ্গী উপজেলার বোয়ালধার ফতেপুর গ্রামের নূর ইসলাম (৬০) ও তার ছেলে রেজাউল করিম (৩২)।

পরিদর্শক মিজানুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৪ সেপ্টেম্বর শ্বশুরবাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে ফতেপুর গ্রামের একটি আমগাছ থেকে ঝুলন্ত অবস্থায় নাসরিনের লাশ উদ্ধার করে পুলিশ।

ওই দিনই নাসরিনের বাবা নাজিম উদ্দিন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় পাঁচজনকে আসামি করে বালিয়াডাঙ্গী থানায় হত্যা মামলা দায়ের করেন। এজাহারে নাসরিনের স্বামী রেজাউলকে প্রধান ও নূর ইসলামকে দ্বিতীয় আসামি করা হয়। 

তিনি বলেন, ঘটনার পর থেকে নূর ও রেজাউল টাঙ্গাইলজেলার ভুয়াপুর থানার এলোয়া গ্রামে এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে ছিলেন। গোপনে খবর পেয়ে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।