সিরাজগঞ্জে ‘অপহৃত’ মাছ ব্যবসায়ী উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুরে অপহরণের একদিন পর এক মাছ ব্যবসায়ীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Sept 2017, 10:14 AM
Updated : 14 Sept 2017, 11:05 AM

শাহজাদপুর থানার ওসি খাজা গোলাম কিবরিয়া জানান, উপজেলার পোরজনা ইউনিয়নের জামিরতা বাজার থেকে বুধবার সন্ধ্যায় তাকে উদ্ধার করা হয়।

উদ্ধার আসলাম মোল্লা পাবনা সদর উপজেলার গোপিনাথপুর এলাকার হাশেম আলীর ছেলে।

আটককৃতরা হলেন পাবনার বেড়া উপজেলার ধুলান মহল্লার ঠান্টুর ছেলে হামিদুল (২২), শাহজাদপুর উপজেলার জামিরতা জোতপাড়া এলাকার ইয়াকুব আলীর ছেলে শামসুল (৩০), জানে আলমের ছেলে আব্দুল আলীম (৩৬) ও মজিদ ব্যাপারীর ছেলে শামীম (৩০)।

ওসি বলেন, আসলাম মঙ্গলবার সকালে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের শাহজাদপুর দিলরুবা বাসস্ট্যান্ড এলাকার একটি মাছের আড়তে মাছ কিনতে যান।

“এ সময় অপহরণকারীরা কৌঁশলে তাকে ডেকে নিয়ে যায়। পরে তাকে অজ্ঞাত স্থানে আটকে রেখে তার স্বজনদের মোবাইলে ফোন করে দুই লাখ টাকা মুক্তিপন দাবি করে।

এ ঘটনায় আসলামের ভাই রমজান আলী বাদী হয়ে বুধবার ভোরে শাহজাদপুর থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশের নির্দেশনায় তিনি অপহরণকারীদের এক লাখ টাকা দিতে রাজি হন। ”

তিনি বলেন, অপহরণকারীরা জামিরতা বাজারের হৃদয় টেলিকমের বিকাশ নাম্বারে বুধবার সন্ধ্যায় টাকা পাঠাতে বলে। পরে পুলিশ সেখানে অবস্থান নেয়।

“অপহরণকারীরা টাকা নিতে আসলে পুলিশ তাদের আটক করে। পরে তাদের দেওয়া তথ্যে আসলামকে উদ্ধার করা হয়।”
বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের শাহজাদপুর আমলি আদালতে পাঠানো হয় বলেন ওসি।