নোয়াখালীতে দুই বাসের সংঘর্ষে লাশ হল তিনজন

নোয়াখালীর সেনবাগে মুখোমুখি সংঘর্ষের পর দুটি বাস খালে পড়ে তিন যাত্রীর প্রাণ গেছে; আহত হয়েছে অন্তত ২৫ জন।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Sept 2017, 07:05 AM
Updated : 14 Sept 2017, 09:24 AM

উপজেলার তিন পুকুরিয়া এলাকায় নোয়াখালী-ফেনী মহাসড়কে বৃহস্পতিবার সকাল নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে সেনবাগ থানার ওসি হারুন অর রশিদ চৌধুরী জানান।

নিহতরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার আবদুস সাত্তারের ছেলে আক্তারুজ্জামান (৩২) ও লক্ষ্মীপুর সদর উপজেলার ফজল হক বেপারীর ছেলে জসিম উদ্দিন। বাকি একজনের পরিচয় জানা যায়নি।

আহতদের সেনবাগ ও দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে নোয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোস্তফা মহসিন জানান। তবে তাদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি তিনি।

ওসি হারুন বলেন, সকালে সেনবাগ থেকে চট্টগ্রামগামী রূপসী বাংলা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষে হয়। এ সময় বাস দুটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশের একটি খালে পড়ে যায়।

“এ সময় ঘটনাস্থলে এক যাত্রী নিহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন আহতদেরকে উদ্ধার করে।”

তাদের মধ্যে দুজনকে ফেনীর দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।