মুন্সীগঞ্জের মাজারে ২ নারী হত্যা: আটক ৫

মুন্সীগঞ্জে মাজারের খাদেমসহ দুই নারীর গলা কেটে হত্যার ঘটনায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে; এ ঘটনায় পুলিশ আটক করেছে পাঁচজনকে।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Sept 2017, 05:39 AM
Updated : 14 Sept 2017, 05:39 AM

সদর থানার ওসি আলমগীর হোসাইন জানান, নিহত তাইজুন খাতুনের ছেলে কফিলউদ্দিন মামলাটি দায়ের করেন।

বুধবার ভোরে জেলা শহরের ভিটিশীলমন্দিতে সুলায়মান ন্যাংটার মাজার থেকে খাদেম আমেনা বেগম (৬০) ও ভক্ত তাইজুন খাতুনের (৪৮) গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

ওসি আলমগীর বলেন, এ ঘটনায় পুলিশ পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। তাদের মধ্যে মাজারের খাদেম মাসুদ কোতোয়াল (৫৫) ও বাবু সরকারকে (২৫) গ্রেপ্তার দেখানো হয়েছে।

“হত্যারী এখনও সম্পূর্ণ চিহ্নিত না হলেও তদন্তে অনেক অগ্রগতি রয়েছে।”

নিহতদের লাশ মুন্সীগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। রাতেই জানাজা শেষে আমেনা বেগমকে গজারিয়া উপজেলার ঝাপটা গ্রামে আর তাইজুন খাতুনকে সদর উপজেলার বকচর গ্রামে দাফন করা হয়েছে।

হত্যাকাণ্ডের পর থেকে মাজার এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। বৃহস্পতিবার সকালে কোনো ভক্তকে দেখা যায়নি।