প্রধানমন্ত্রীকে ‘হত্যার উসকানি’: ইরাদ সিদ্দিকী কারাগারে

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উসকানি দেওয়ার অভিযোগে করা মামলায় চৌধুরী ইরাদ আহম্মদ সিদ্দিকীকে কারাগারে পাঠিয়েছে গাইবান্ধার একটি আদালত।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Sept 2017, 01:04 PM
Updated : 13 Sept 2017, 01:09 PM

বুধবার গাইবান্ধা সদর আমলী আদালতের বিচারক শবনম মোস্তারী এ আদেশ দেন।

২০১৬ সালের ২৫ সেপ্টেম্বর রাতে সাবেক বিএনপি নেতা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী তার ফেইসবুকে শেখ হাসিনাকে হত্যার উসকানি দিয়েছেন এমন অভিযোগে ওই বছরের ৩ অক্টোবর গাইবান্ধা জেলা যুবলীগ সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন একটি মামলা করেছিলেন।

বাদীপক্ষের আইনজীবী নিরঞ্জন কুমার ঘোষ জানান, ওই মামলায় তাকে ঢাকা থেকে ‘প্রোডাকশন ওয়ারেন্ট মূলে’ বুধবার গাইবান্ধা সদর আমলী আদালতে হাজির করা হয়।

বিকালে শুনানি শেষে আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেয় বলে জানান তিনি।