বন্যার পর এক মাসেও চালু হয়নি দিনাজপুরের-পঞ্চগড় ট্রেন

বন্যায় ক্ষতিগ্রস্ত রেল লাইন মেরামত শেষ না হওয়ায় দিনাজপুরের সঙ্গে পঞ্চগড়ের ট্রেন চলাচল এক মাসেও চালু হয়নি।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Sept 2017, 12:50 PM
Updated : 13 Sept 2017, 01:11 PM

এ কারণে এই রেলপথে যাতায়াতকারী চারটি ট্রেনের কয়েক হাজার যাত্রীকে সড়ক পথে চলাচল করতে হচ্ছে।

গত ১৩ অগাস্ট দিনাজপুর-ঠাকুরগাঁও রুটের কাঞ্চন জংশন এলাকায় রেল লাইন ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে দিনাজপুরের সঙ্গে ও পঞ্চগড়ের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

দিনাজপুর রেল স্টেশনের সুপার গোলাম মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দিনাজপুর-পঞ্চগড় রেলপথে চারটি ট্রেন নিয়মিত চলাচল করে, যেগুলো এখন বন্ধ রয়েছে। ক্ষতিগ্রস্ত অংশে মেরামতের কাজ হলেই আবার টেন চলাচল শুরু করা হবে।

ক্ষতিগ্রস্ত রেলপথ মেরামত কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান ট্রমা কন্সট্রাকশনের প্রকৌশলী ফরিদ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ক্ষতিগ্রস্ত অংশে মেরামতের কাজ দ্রুত চলছে এবং চলতি সপ্তাহেই দিনাজপুর-পঞ্চগড় রেলপথে ট্রেন চলাচল শুরু করা যাবে।