নীলফামারীতে গৃহকর্তাকে হত্যার পর টাকা লুট: তিন কিশোর গ্রেপ্তার

নীলফামারীর ডোমারে গৃহকর্তাকে হত্যার পর টাকা লুটের ঘটনায় তিন কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Sept 2017, 05:54 PM
Updated : 12 Sept 2017, 05:54 PM

মঙ্গলবার ডোমার থানার এসআই আরমান আলী এ কথা জানান।

গত ৭ সেপ্টেম্বর নিজ বাড়িতে হত্যার শিকার হন অতুল চন্দ্র রায়। এ ঘটনায় নিহতের স্ত্রী দেবমায়া রাণী রায় বাদী হয়ে রাতে ডোমার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ অতুলের লাশ উদ্ধার করে শুক্রবার নীলফামারী আধুনিক সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত সম্পন্ন করে।

এসআই আরমান বলেন, মঙ্গলবার ভোরে নিহতের নাতিকে গ্রেপ্তার করে করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী তার দুই ‘বন্ধুকে’ গ্রেপ্তার করা হয়।

“তাদের কাছ থেকে লুট হওয়া ৩২ হাজার টাকার মধ্যে ২৫ হাজার পাঁচশ টাকা উদ্ধার করা হয়েছে, বাকী টাকা তারা খরচ করে ফেলেছে বলে আমাদের কাছে স্বীকার করেছে।”

বিকালে তিন কিশোর নীলফামারীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. সামিউল ইসলামের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে বলে জানান এসআই আরমান।