ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় এসআই ক্নোজড

ক্রসফায়ারের ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার এসআই মো. তারেক সুমনকে প্রত্যাহার করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Sept 2017, 04:51 PM
Updated : 12 Sept 2017, 04:51 PM

মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন এ কথা জানান।

তিনি বলেন, এসআই তারেক সুমনের বিরুদ্ধে পাওয়া অভিযোগগুলো আমরা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগ প্রমানিত হলে তার বিরুদ্বে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

“হামদু মিয়া নামের এক মুক্তিযোদ্ধার কাছ থেকে ক্রসফায়ারে হত্যার ভয় দেখিয়ে দুই লাখ টাকা আদায় এবং আতাউর রহমান নামে অপর এক ব্যক্তিকে মিথ্যা মামলা দিয়ে জেল খাটানোর অভিযোগ রয়েছে তারেক সুমনের বিরুদ্ধে।”

এসব অভিযোগে তাকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।