ভোমরায় শ্রমিক আটক, পণ্য ওঠানামা বন্ধ

শ্রমিককে আটকের প্রতিবাদে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে পণ্য ওঠানামা বন্ধ করে দেওয়া হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Sept 2017, 02:47 PM
Updated : 12 Sept 2017, 02:47 PM

মঙ্গলবার দুপুর থেকে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের আহবানে কাজ বন্ধ করে দেয় শ্রমিকরা।

সোমবার রাতে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সদস্য ও সদর উপজেলার লক্ষ্মীদাড়ি গ্রামের আব্দুল হামিদকে পুলিশ আটক করেছে।  

হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি রেজাউল ইসলাম বলেন, সোমবার পুলিশ তার হামিদের কাছে ঘুষ দাবি করে। তিনি দিতে অস্বীকৃতি জানালে পুলিশ তাকে ধরে নিয়ে যায়।

“তাকে  মুক্তি না দেওয়া পর্যন্ত সকল পণ্য লোড-আনলোড বন্ধ থাকবে।”

অভিযোগ অস্বীকার করে সদর থানার ওসি মারুফ আহম্মদ বলেন, “১০ বোতল ফেন্সিডিলসহ হামিদকে রাতে তার বাড়ি থেকে আটক করা হয়েছে।”

ভোমরা শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) বিকাশ বড়ুয়া জানান, ভোমরা স্থল বন্দরে পুলিশ এক শ্রমিককে আটকের প্রতিবাদে শ্রমিকরা সকাল থেকে কাজে যোগ দেয়নি।

তবে আমদানি রপ্তানি স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।