সুনামগঞ্জে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Sept 2017, 11:09 AM
Updated : 12 Sept 2017, 11:09 AM

মঙ্গলবার দুপুরে জামালগঞ্জ আমলি আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো.আবু আমরের আদালতে উপজেলার সদরকান্দি গ্রামের মুক্তিযোদ্ধা মুন্সি আব্দুল গণির ছেলে আব্দুল জলিল বাদী হয়ে এ মামলাকরেন।

বাদী পক্ষের আইনজীবী শফিকুল আলম জানান, আদালত মামলা আমলে নিয়ে তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধট্রাইব্যুনালে পাঠিয়েছে।

মামলায় উপজেলা চেয়ারম্যান শামছুল আলম তালুকদার ওরফে ঝুনু মিয়া (৬৭) ছাড়াও জামালগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর গ্রামের এনাম উদ্দিন (৬৭) ও মজনু মিয়াকে (৬৫) আসামি করা হয়েছে।

মামলায় অভিযোগ করা হয়, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলার সময়ে শামছুল ইসলাম (ঝুনু মিয়া), এনাম উদ্দিন ও মজনু মিয়া জামালগঞ্জের বিভিন্ন এলাকায় হত্যা, ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগের নেতৃত্ব দিয়েছেন। এছাড়া তারা এ সময়ে পাকিস্তানি সেনাদের বিভিন্নভাবে সাহায্য-সহযোগিতা এবং মামলার বাদীর বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করেন।