লক্ষ্মীপুরে প্রতিবন্ধী শিশুকে ‘যৌন হয়রানির’ বিচার দাবি

লক্ষ্মীপুর সদরে প্রতিবন্ধী এক স্কুল ছাত্রীকে যৌন হয়রানির মামলার আসামি স্থানীয় এক দোকানদারের শাস্তি দাবি করেছেন এলাকাবাসী।

লক্ষ্মীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Sept 2017, 10:23 AM
Updated : 12 Sept 2017, 10:23 AM

এ দাবিতে মঙ্গলবার দুপুরে স্থানীয় তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও এলাকাবাসী মানববন্ধন করেন।

গত বৃহস্পতিবার কামানখোলা প্রাইমারি স্কুলের প্রতিবন্ধী প্রথম শ্রেণিরিএক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ ওঠে স্থানীয় মোরশেদুল ইসসলাম মহসিনের বিরুদ্ধে।

ওই ঘটনায় মেয়েটির বাবা লক্ষ্মীপুর সদর থানায় একটি মামলা করেন বলে জানান ওসি লোকমান হোসেন।

মামলায় অভিযোগ করা হয়, বৃহস্পতিবার দুপুরে বাড়ির সামনের দোকানদার মহসিন চকলেটের লোভ দেখিয়ে মেয়েটিকে যৌন হয়রানি করেন।

ওই সময় মেয়েটি চিৎকার দিলে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে।

মানববন্ধনে অংশ নেয় কামানখোলা প্রাইমারি স্কুল, কামানখোলা পলিটেকনিক হাই স্কুল, কামানখোলা দাখিল মাদ্রাসার ছাত্র-ছাত্রী, শিক্ষক ও এলাকাবাসী।

মানববন্ধনে বক্তব্য দেন কামানখোলা পলিটেকনিক হাই স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ আহম্মদ ভুঁইয়া, সহকারী প্রধান শিক্ষক শাহাদাত হোসেন কামাল, কামানখোলা দাখিল মাদ্রাসার সুপার মোস্তাফিজুর রহমান, কামানখোলা সরকারি প্রাইমারি স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মারুফ হোসেন সুজন, দালাল বাজার প্রাইমারি স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য হুমায়ুন কবির বিপ্লব, ফিরোজ আলম জিসান, শরীফ হোসেন প্রমুখ।