সাভারে অজ্ঞাত নারীর লাশের পরিচয় মিলেছে, আটক স্বামী 

সাভারে অজ্ঞাতপরিচয় হিসেবে যে নারীর লাশ উদ্ধার করা হয়েছিল; প্রায় দুই মাস পর তার পরিচয় পাওয়া গেছে। এ ঘটনায় তার স্বামীকে আটক করা হয়েছে। 

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Sept 2017, 07:40 AM
Updated : 12 Sept 2017, 07:40 AM

নিহত অনুমানিক ৩৫ বছর বয়সী ওই নারীর নাম মরিয়ম বেগম। তিনি ভোলা জেলার সদর থানার মধ্যবাড্ডা গ্রামের রানা (৪২) মিয়ার দ্বিতীয় স্ত্রী বলে র‌্যাব-৪ এর নবীনগর ক্যাম্পের অধিনায়ক আবদুল হাকিম জানিয়েছেন।

 গত জানুয়ারি মাসে রানার সঙ্গে মরিয়মের বিয়ে হয়। এরপর থেকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের পূর্বহাটি এলাকার এরশাদ মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন তারা। 

গত ১৫ জুলাই ওই বাড়ির তালাবদ্ধ একটি ঘর থেকে ট্যানারী পুলিশ ফাঁড়ির এসআই এবিএম শাহ আলম মরিয়মের লাশ উদ্ধার করেন।

র‌্যাব কর্মকর্তা আবদুল হাকিম বলেন, এ ঘটনায় সাভার মডেল থানা পুলিশ বাদী হয়ে অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে মামলা করে। পরে এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান শুরু করা হয়।

গোপনে তথ্য পেয়ে তেঁতুলঝোড়া এলাকায় অভিযান চালিয়ে সোমবার রাতে রানাকে আটক করে র‌্যাব।পরে তাকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয় বলে জানান তিনি।

আবদুল হাকিম বলেন, “পারিবারিক কলহ ও দ্বিতীয় বিয়ের কথা জানাজানির ভয়ে তিনি মরিয়মকে হত্যা করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে রানা স্বীকার করেছেন।”