পাবনার ঢালার চরে এক ব্যক্তিকে গুলি করে হত্যা

পাবনার বেড়া উপজেলার ঢালার চরে এক ব্যক্তিকে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Sept 2017, 06:52 PM
Updated : 11 Sept 2017, 06:52 PM

চরমপন্থি অধ্যুষিত ওই চরে তারাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে স্থানীয়দের ধারণা।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে ঢালারচর ইউনিয়নের রামনারায়নপুর গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত মিরাজ উদ্দিন মন্ডল (১৮) ওই গ্রামের হাসমত মন্ডলের ছেলে। তিনি ঢাকায় একটি দরজি দোকানে কাজ করতেন।

বেড়া উপজেলার আমিনপুর থানার ওসি তাজুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মিরাজকে কে বা কারা গুলি করে হত্যা করেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।”

ঢালারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কোরবান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুর্গম ঢালার চর চরমপন্থি সন্ত্রাসীদের অভয়ারণ্য। এখানে পুলিশ প্রশাসনের তেমন কোনো তৎপরতা নেই।”

ওই এলাকায় বর্তমানে জুলহাস বাহিনীর অত্যাচারে সবাই অতিষ্ঠ বলে এই জনপ্রতিনিধি জানান।

“জুলহাস বাহিনীর লোকজনের নির্যাতনে অতিষ্ঠ হয়ে প্রতিবাদ করার কারণেই মিরাজকে হত্যা করেছে তারা।”

পাবনা শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে পাবনা, রাজবাড়ি ও মানিকগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা বেড়া উপজেলার ঢালার চর। বর্ষার সময় নৌকা বা ট্রলার ছাড়া সেখানে যাতায়াত করা যায় না।

২০১০ সালের ২০ জুলাই ঢালার চরে চরমপন্থিদের হাতে খুন হন তিন পুলিশ সদস্য। এর আগে ১৯৯৬ সালের ১১ সেপ্টেম্বর ঢালার চরে পুলিশ-চরমপন্থিদের বন্দুকযুদ্ধে নিহত হয়েছিলেন বেড়া থানার তৎকালীন এসআই হেদায়েতুল ইসলাম।

স্থানীয়রা বলছেন, এ দুই ঘটনার পর পুলিশ অভিযান চালালেও আসল অপরাধীরা সব সময় থেকে গেছে ধরা-ছোঁয়ার বাইরে। এখনও এখানে বসবাসকারীরা সন্ত্রাসীদের হাতে জিম্মি হয়ে রয়েছে।