ফেনীতে ‘অস্ত্রসহ’ বিএনপি নেতা গ্রেপ্তার

ফেনীতে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে, যার কাছে অস্ত্র পাওয়া গেছে বলে দাবি পুলিশের।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Sept 2017, 08:37 AM
Updated : 10 Sept 2017, 08:37 AM

শনিবার রাতে জেলা শহরের বাঁশপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে ফেনী মডেল থানার ওসি রাশেদ খাঁন চৌধুরী জানিয়েছেন।

গ্রেপ্তার শেখ ফরিদ বাহার (৪৫) জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক। তিনি ফেনী সদরের বালিগাঁও ইউনিয়নের মরুয়ার চর গ্রামের নুরুল করিমের ছেলে।

ওসি রাশেদ বলেন, গোপন সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ফেনী শহরের বাঁশপাড়া এলাকা থেকে শেখ ফরিদ বাহারকে গ্রেপ্তার করেছে।

“এ সময় তার হাতে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে একটি দেশে তৈরি এলজি উদ্ধার করা হয়।”

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেছে বলে জানান ওসি।

এ ব্যাপারে ফেনী জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন মিষ্টার বলেন, শেখ ফরিদ বাহার বিএনপির জেলা কমিটির সাবেক প্রচার সম্পাদক। বর্তমানে দলের কোনো পদে নেই।

বাহারকে গ্রেপ্তারের ঘটনায় তিনি দলের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।