বিপদসীমার উপর বইছে সোমেশ্বরীর পানি

নেত্রকোণায় ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সোমেশ্বরী নদীর পানি বিপদসীমার ১২০ সেন্টিমিটার উপর দিয়ে বইছে।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Sept 2017, 05:08 PM
Updated : 9 Sept 2017, 05:08 PM

নেত্রকোণা পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক নাইম খান শনিবার এ কথা জানান।

তিনি বলেন, সোমেশ্বরী নদীতে দুপুর থেকে পানি বেড়ে চলেছে। বিরিশিরি পয়েন্টে বিপদসীমার ১২০ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

স্থানীয়রা জানান, নদীর পানি বাড়ায় দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়ন, চন্ডিগড়, বাকলজোড়া, দুর্গাপুর ইউনিয়নের ২০টি গ্রামের নিচু এলাকা প্লাবিত হয়েছে। হুমকির মুখে পড়ছে রোপন আমন ফসল।

উৎরাইল এলাকার পূর্ণিমা রেমা বলেন, “এবারের পানি দেখে ভয় লাগছে।এখনও বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হতে থাকলে পানিতো হু হু করে বাড়বে।”

দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামনুর রশীদ বলেন, নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। তবে তা এখনও ক্ষয়ক্ষতির পর্যায়ে যায়নি।

“ভারতের মেঘালয়ে বৃষ্টি কমলে আমাদের এখানে পানি কমে যাবে। বন্যার আশংকা থাকবে না।”

যে কোনো পরিস্থিতি হোক না কেন তা মোকাবেলায় প্রশাসনের প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি।