রোহিঙ্গাদের বায়োমেট্রিক রেজিস্ট্রেশন হবে: মায়া

বায়োমেট্রিক পদ্ধতিতে রোহিঙ্গাদের নিবন্ধন করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Sept 2017, 03:07 PM
Updated : 9 Sept 2017, 04:37 PM

শনিবার টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, “মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশন করা হবে।

“এ কাজে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর অংশগ্রহণ ও সহযোগিতা থাকবে।”

শরণার্থীরা মাদক বা অন্য অবৈধ কিছু নিয়ে যাতে প্রবেশ করতে না পারে তার জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলেও জানান মন্ত্রী।

আইন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি আব্দুল মতিন খসরু, সাংসদ আব্দুর রহমান, সাংসদ আশিকুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. শাহ্ কামাল এসময় উপস্থিত ছিলেন।

গত ২৫ অগাস্ট মিয়ানমারের রাখাইনে সেনা অভিযান শুরু হলে বাংলাদেশ অভিমুখে রোহিঙ্গা শরণার্থীদের ঢল নামে। এরইমধ্যে দুই লাখ ৭০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে বলে ধারণা করছে জাতিসংঘ।