স্বস্তি ফিরেছে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ১০ দিনের প্রায় অচলাবস্থা কাটিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে ফেরি চলাচল ব্যবস্থা।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Sept 2017, 07:49 AM
Updated : 9 Sept 2017, 07:49 AM

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক খন্দকার শাহ নেওয়াজ খালিদ বলেন, শনিবার এই নৌপথে তিনটি রোরো, তিনটি মিডিয়াম, পাঁচটি কে-টাইপ ও ছয়টি ডাম্প ফেরি চালু করার মধ্য দিয়ে স্বস্তি ফিরেছে।

তবে স্বাভাবিক অবস্থায় পার হতে দেড় ঘণ্টার মতো সময় লাগলেও এখনও সেখানে প্রায় আড়াই ঘণ্টা লাগছে বলে তিনি জানান।

“লৌহজং টার্নিং থেকে প্রায় তিন কিলোমিটার দূরে ওয়ানওয়ে রুট করে ১৭টি ফেরি চালানো সম্ভব হচ্ছে। এতে ঘাট এলাকায় স্বস্তি ফিরে এসেছে।”

গত ৩১ অগাস্ট পদ্মার পানি ব্যাপকভাবে কমতে থাকায় ফেরি চলাচলে অচলাবস্থার সৃষ্টি হয়। মাত্র চার থেকে পাঁচটি ছোট ফেরি চালানো হচ্ছিল এ সময়।

শাহ নেওয়াজ বিআইডব্লিউটিএর বরাতে বলেন, মঙ্গলবার নাগাদ ড্রেজিং শেষ হবে। তখন চ্যানেল খুলে দিলে আর কোনো সমস্যা থাকবে না।

শনিবার সকালে শিমুয়িা ঘাটে ট্রাক ছাড়া অন্য গাড়ি কম ছিল জানিয়ে তিনি বলেন, কাঁঠালবাড়ি ঘাটে ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষের চাপ এখনও কিছুটা রয়েছে। তবে ৮৭টি লঞ্চ ও তিন শতাধিক স্পিডবোট স্বাভাবিকভাবে চলাচল করছে।