ট্রাকের সঙ্গে সংঘর্ষে তিন বাসশ্রমিকসহ নিহত ৬

গোপালগঞ্জে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বাসের তিন শ্রমিকসহ ছয়জনের মৃত্যু হয়েছে; এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ২৫ জন।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Sept 2017, 02:42 AM
Updated : 9 Sept 2017, 09:20 AM

কাশিয়ানী থানার পরিদর্শক (তদন্ত) জাকারিয়া হোসেন জানান, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বরাশুরে ঢাকা-খুলনা মহাসড়কে হতাহতের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন - বাসের চালক গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গ্রামের বুলেট (৩০), সুপারভাইজার ফরিদপুরের বোয়ালমারীর ইব্রাহিম (৪৫), সহকারী গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের সাইফুজ্জামান (৪৫), যাত্রী রংপুরের সেলিনা আক্তার (৩০), অজ্ঞাতপরিচয় এক নারী ও এক পুরুষ।

পরিদর্শক জাকারিয়া বলেন, ঢাকা থেকে যাত্রী নিয়ে পিরোজপুরের নাজিরপুর যাচ্ছিল সেবা গ্রিনলাইনের একটি নৈশ কোচ।

“খুলনা থেকে সিমেন্ট নিয়ে আসা ঢাকাগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ছয়জন ঘটনাস্থলেই মারা যান। আহত ২২ জনকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় আরও তিনজনকে পাঠানো হয়েছে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে।”

দুর্ঘটনার কারণে কয়েক শত যান সড়কে আটকা পড়ে বলে পুলিশ জানায়।

কাশিয়ানী থানার ওসি এ কে এম আলীনূর হোসেন বলেন, ভাঙ্গা হাইওয়ে পুলিশ, কাশিয়ানী থানার পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা সকাল সাড়ে ৯ টার দিকে উদ্ধার কাজ শেষ করলে যান চলাচল শুরু হয়।