শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথের অচলাবস্থা কাটেনি

নাব্য সঙ্কটে ফেরি চলাচল বিঘ্নিত হওয়ার পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ড্রেজিং শুরু হলেও অচলাবস্থা কাটেনি।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Sept 2017, 06:37 AM
Updated : 8 Sept 2017, 08:58 AM

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক খন্দকার শাহ নেওয়াজ খালিদ জানান, ২১টি ফেরির মধ্যে ছোট আকারের সাতটি ফেরি চলছে। এগুলোও স্বাভাবিকভাবে চলতে পারছে না। প্রায়ই ফেরির তলা মাটিতে আটকে যাচ্ছে।

“এতে ফেরিগুলোর মারাত্মক ক্ষতি হচ্ছে। তার পরও পরিস্থিতি মোকাবিলায় ফেরিগুলো চালাতে হচ্ছে। বিআইডব্লিউটিএ পদ্মার তলদেশের পলি অপসারণের জন্য ড্রেজিং করছে। এখনও চ্যানেলগুলো চলাচলের উপযোগী হয়নি। প্রতিদিনই বলছে, প্রায় শেষ।”

তবে ৮৭টি লঞ্চ ও তিন শতাধিক স্পিডবোট স্বাভাবিকভাবে চলাচল করছে বলে তিনি জানিয়েছেন।

মঙ্গলবার ভোর থেকে পদ্মার পানি কমতে থাকায় ছোট আকারের চারটি ফেরি চালু রেখে বাকিগুলো বন্ধ করে দিলে এই অচলাবস্থা তৈরি হয়।