জামালপুরে ২ জনকে কুপিয়ে হত্যা

জামালপুরের মাদারগঞ্জে পূর্ব বিরোধের জেরে হামলা চালিয়ে দুইজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এসময় আহত হয়েছে অন্তত ১০ জন।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Sept 2017, 10:40 AM
Updated : 7 Sept 2017, 10:55 AM

বৃহস্পতিবার উপজেলার ফুলজোর গ্রামে এই ঘটনা ঘটে বলে মাদারগঞ্জ থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান।

নিহতরা হলেন ফুলজোর গ্রামের আলফাজ উদ্দীনের ছেলে রাশেদুল ইসলাম (৩৫) ও আবু তালেবের ছেলে সোবহান মিয়া (৪২)।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, ইউপি নির্বাচন, জমি ও ত্রাণের তালিকা নিয়ে রাশেদুল ও সোবহান মিয়ার সঙ্গে একই গ্রামের বাসিন্দা স্থানীয় ইউপি সদস্য জহুরুল ইসলামের বিরোধ চলছিল।বিরোধের জেরে মঙ্গলবার ৭ নম্বর ওয়ার্ড সদস্য জহুরুলের সঙ্গে রাশেদুল ও সোবহানের বাকবিতণ্ডা হয়।

“এর জেরে বৃহস্পতিবার সকালে জহুরুল মেম্বার তার লোকজন নিয়ে রাশেদুল ও সোবহানের বাড়িতে হামলা চালিয়ে মারধর এবং ভাংচুর চালায়। এসময় তাদের দেশীয় অস্ত্রের আঘাতে রাশেদুল ও সোবহানসহ ১২ জন আহত হয়।”

আহতদের মধ্যে রাশেদুল ও সোবহানকে জামালপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাফিজ ও শাহীন নামে দুইজনকে আটক করেছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।