জামালপুরে ভিজিডির ১৬৫ বস্তা চাল জব্দ

জামালপুরের ইসলামপুর উপজেলায় কালোবাজারে বিক্রি করা ভিজিডির ১৬৫ বস্তা চাল জব্দ করা হয়েছে।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Sept 2017, 10:03 AM
Updated : 7 Sept 2017, 10:04 AM

উপজেলার ইসলামপুরের আমতলি বাজার থেকে বুধবার রাতে চালগুলো জব্দ করা হয় বলে জানান ইসলামপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম এহছানুল মামুন।

এসময় মো. তোতা নামের এক কালোবাজারীকে আটক করেছে পুলিশ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সাপধরী ইউনিয়ন পরিষদ থেকে বুধবার বিকালে ভিজিডির চাল কিনে স্থানীয় কালোবাজারীরা। পরে গভীর রাতে ইউনিয়নের চেঙ্গানিয়া থেকে নৌকায় আমতলি বাজার ঘাটে নেয়।

“সেখান থেকে উপজেলা শহরে পাচারের সময় অভিযান চালিয়ে ১৬৫ বস্তা চাল জব্দ ও কালোবাজারী তোতাকে গ্রেপ্তার করে পুলিশ।”

জব্দ চালগুলো সাপধরী ইউনিয়নের জনপ্রতিনিধি ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে কিনেছেন বলে জানিয়েছেন গ্রেপ্তার তোতা।

তবে সাপধরী ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, ইউনিয়নের দুঃস্থমাতাদের জন্য বরাদ্দ ভিজিডির চাল কালোবাজারীদের কাছে বিক্রি করা হয়নি। তা দুঃস্থ মাতাদের মাঝেই সুষ্ঠুভাবে বিতরণ করা হয়েছে।

ইসলামপুর থানার ওসি দ্বীন ই আলম জানান, এ ব্যাপারে ইসলামপুর থানায় একটি মামলা হয়েছে। জব্দ ১৬৫ বস্তা চাল থানা হেফাজতে রয়েছে।