লঞ্চে ওঠার সময় পদ্মায় পড়ে যাত্রী নিখোঁজ

শরীয়তপুরের নড়িয়ায় লঞ্চে ওঠার সময় পদ্মায় পড়ে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন।

শরীয়তপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Sept 2017, 02:37 PM
Updated : 6 Sept 2017, 02:37 PM

বুধবার বিকালে উপজেলার ওয়াপদা লঞ্চ ঘাটে এ ঘটনা ঘটে বলে জানান নড়িয়া থানার ওসি মো. আসলাম উদ্দিন।

নিখোঁজ মো. আসলাম ছৈয়ালের (৪৩)  বাড়ি উপজেলার ভূমখাড়ার ইউনিয়নের দক্ষিণ চাকধ এলাকায়। তিনি ঢাকায় চাকরি করতেন।

প্রত্যক্ষদর্শী আসলামের ছেলে অয়ন বলেন, সকাল ঢাকা যাওয়ার জন্য বাবার সঙ্গে লঞ্চ ঘাটে আসেন। তিনি আগে লঞ্চে উঠে গেলেও বাবা গাড়ির ভাড়া মিটিয়ে লঞ্চে ওঠার আগেই তা ছেড়ে দেয়।

“এ সময় তাড়াহুড়া করে লঞ্চে ওঠার সময় পা পিছলে নদীতে পড়ে নিখোঁজ হন বাবা। আমি বাবাকে বাঁচানোর জন্য কান্নাকাটি করলে লঞ্চের স্টাফ ও ঘাট কর্তৃপক্ষের বাবাকে উঠানোর ব্যবস্থা নেয়নি। তারা উল্টো আমাকে বলে ‘তোকে সামনের সাধুর বাজার ঘাটে নামিয়ে দিয়ে যাচ্ছি’।”

স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইমাম হোসেন দেওয়ান বলেন, লোকটি পানিতে পড়ে গিয়ে বাঁচার জন্য চিৎকার করেছিল। কিন্তু দুঃখের বিষয় হলো তাকে বাঁচানোর জন্য কেউ এগিয়ে আসেনি।

“লঞ্চ স্টাফরা চেষ্টা করলে লোকটিকে বয়া ফেলে বা বয়া নিয়ে ঝাপিয়ে পড়ে বাঁচাতে পারত।”

লঞ্চ ও ঘাট কর্তৃপক্ষের অবহেলায় লোকটি নদীতে পড়ে নিখোঁজ হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ওসি আসলাম বলেন, “লোকটি এখনও নিখোঁজ রয়েছেন। আমরা উদ্ধারের চেষ্টা করছি। তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”