যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে বন্দির ‘আত্মহত্যা’

যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে এক বন্দি আত্মহত্যা করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Sept 2017, 01:40 PM
Updated : 6 Sept 2017, 01:40 PM

বুধবার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে পাঠিয়েছে বলে জানান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।

মৃত মাসুদ হোসেন (১৪) ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাঞ্চনপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে। যশোর শহরতলীর পুলেরহাটে অবস্থিত কিশোর উন্নয়ন কেন্দ্রের দ্বিতীয় তলার আট নম্বর কক্ষে থাকতো মাসুদ।

কিশোর উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, গত ২৬ জুন একটি চুরির মামলায় মাসুদকে এখানে পাঠায় পুলিশ। কিশোর উন্নয়ন কেন্দ্রে থাকা অন্যদের সাথে সব সময় মিলেমিশে খেলাধুলা করতো সে।

“কিন্তু তার মধ্যে সবসময় হতাশার ছাপ দেখা যেত। মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে কিশোরটি।”

আনিসুর রহমান বলেন, “মাসুদের গলার ওপরের অংশে কালচে দাগ দেখা গেছে। তবে কী কারণে সে আত্মহত্য করেছে তা জানা যায়নি।”