নরসিংদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৬ শ্রমিকের মৃত্যু

নরসিংদীর রায়পুরা উপজেলায় এক ফিলিং স্টেশনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছয় শ্রমিকের মৃত্যু হয়েছে।

নরসিংদী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Sept 2017, 10:54 AM
Updated : 6 Sept 2017, 02:18 PM

বুধবার বেলা পৌনে ৪টায় উপজেলার গোকুলনগর এলাকায় ঢাকা সিলেট মহাসড়কের লাল মিয়া ফিলিং স্টেশনের ভেতরে তাবাসুম মটরসে এ ঘটনা ঘটে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ জানান।

নিহতরা হলেন শ্রমিক বরকত হোসেন (২২), হাকিম মিস্ত্রী (৫০), আউয়াল মিয়া (২০) কাউছার (৩০), জাকারিয়া (২৫) এবং আবুল ফায়েজ (৩০)।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, লাল মিয়া ফিলিং স্টেশনের কাছ থেকে জায়গা ভাড়া নিয়ে ভৈরবের ইব্রাহিম মিয়া নামে একজন তাবাসুম মটরস নামে গ্যারেজটি বানান। সেখানে একটি শেডে গাড়ি সার্ভিসিংয়ের কাজ করানো হত।

“চুক্তি শেষ হওয়ায় বুধবার তাবাসুম মটরসের স্থাপনা খুলে নেওয়ার কাজ শুরু করা হয়। ফিলিং স্টেশনের বৈদ্যুতিক বাতি লাগানোর কাজে ব্যবহৃত লোহার একই মই স্থাপনা ভাঙার কাজে নেওয়ার সময় পল্লী বিদ্যুতের ৩৩ হাজার ভোল্টে জড়িয়ে যায়।

“এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান মই টেনে নেওয়ার কাজে থাকা শ্রমিক বরকত, হাকিম মিস্ত্রী,আউয়াল, কাউছার ও জাকারিয়া । আর ভৈরব হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবুল ফায়েজ।”

এ ঘটনার পর তাবাসুম মটরসের মালিক ইব্রাহিম মিয়া পালিয়ে গেছে বলে জানান তিনি।

শ্রমিকদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।