ঠাকুরগাঁওয়ে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় জমি নিয়ে বিরোধে বাড়িতে হামলা চালিয়ে এক ‍যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এসময় আহত হয়েছেন আরও তিনজন।

ঠাকুরগাঁও প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Sept 2017, 10:26 AM
Updated : 6 Sept 2017, 10:26 AM

বুধবার উপজেলার আমজানখোর ইউনিয়নের উদয়পুর তালবস্তী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান বালিয়াডাঙ্গী থানার ওসি মোস্তাফিজার রহমান।

নিহত শাহ আলম (২৩) ওই গ্রামের আফাজ উদ্দীনের ছেলে।

আহত আফাজ উদ্দীন, তার ভাই ইকবাল হোসেন ও দুলালকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সাতজনকে আটক করেছে।

এলাকাবাসীর বরাত দিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আফাজ উদ্দীনের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল প্রতিবেশী খতিবুল ইসলামের পরিবারের।

“এ বিরোধকে কেন্দ্র করে বুধবার সকালে খতিবুলের পরিবারের লোকজন ধারালো অস্ত্র নিয়ে আফাজ উদ্দীনের বাড়িতে হামলা চালায়। এসময় বাঁধা দিতে গেলে প্রতিপক্ষ শাহ আলমসহ পরিবারের চারজনকে কুপিয়ে জখম করে।”

তিনি বলেন, পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তাদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

রংপুরে নিয়ে যাওয়ার সময় শাহ আলম মারা যান বলে জানান ওসি।

এ ঘটনায় আফাজ উদ্দীন বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ২৫ জনকে আসামি করে মামলা করেছেন।