মাশরাফির ‘রান ফর নড়াইল’

নড়াইল জেলা শহরের সড়কে হাঁটাসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ ক্রিকেটের ওয়ান ডে দলের অধিনায়ক মাশরাফি বিন মোর্তজার ‘রান ফর নড়াইল’ কর্মসূচি পালন করেছেন সহস্রাধিক লোক।

নড়াইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Sept 2017, 03:06 PM
Updated : 4 Sept 2017, 03:06 PM

মাশরাফির নেতৃত্বে সোমবার বিকাল ৫টার দিকে তারা শহরের রূপগঞ্জ বাধাঁঘাট থেকে হেঁটে শিল্পকলা একাডেমিতে গিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।

মাশরাফি বলেন, নড়াইলকে সব ধরনের নাগরিক সুবিধাসম্পন্ন করে তোলা, কর্মসংস্থান নিশ্চিত করে বেকারমুক্ত নড়াইল গড়া, চিত্রা নদীকে কেন্দ্র করে আকর্ষণীয় পর্যটন নগরী গড়ে তোলা, নড়াইলকে পরিচ্ছন্ন সবুজে ঘেরা পরিকল্পিত বিনোদনবান্ধব স্বপ্নের শহরে রূপান্তরিত করা তার এই কর্মসূচির লক্ষ্য।

তবে কোন প্রক্রিয়ায় এসব করা হবে, তার কোনো পরিকল্পনা আছে কিনা সে সম্পর্কে তিনি কিছু বলেননি।

জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, জাতীয় ও স্থানীয় খেলোয়াড়, রাজনীতিবিদ, আইনজীবী, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেন।