চলন্ত বাসে নারী কনেস্টবলকে ছুরিকাঘাত

চুয়াডাঙ্গা সদর উপজেলায় চলন্ত বাসে এক নারী কনস্টেবলকে ছুরিকাঘাত করেছে এক যুবক।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Sept 2017, 11:02 AM
Updated : 4 Sept 2017, 11:02 AM

রোববার রাতে চুয়াডাঙ্গা-দর্শনা সড়কে এ ঘটনা ঘটে বলে চুয়াডাঙ্গা সদর থানার এএসআই চম্পা খাতুন জানান।

আহত কনস্টেবল ঐশি আক্তারকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি চুয়াডাঙ্গা পুলিশ লাইনে কর্মরত রয়েছেন।

এ হামলাকারী শরিফুল ইসলামকে আটক করা হয়েছে। তিনি রংপুরের পীরগঞ্জ এলাকার কুরবান আলীর ছেলে।

এ ব্যাপারে সোমবার সকালে শরিফুলের ইসলামের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।

এএসআই চম্পা জানান, ঐশি ঈদের ছুটি কাটিয়ে রোববার বিকালে যশোর থেকে চুয়াডাঙ্গার বাসে ওঠেন। বাসটি দর্শনা অতিক্রম করে চুয়াডাঙ্গার দিকে আসার সময় বাসের যাত্রী শরিফুল কনস্টেবল ঐশির মাথায় ছুরিকাঘাত করেন।

বাসের অন্য যাত্রীরা ঐশিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে এবং হামলাকারী শরিফুলকে আটক করে পুলিশে হস্তান্তর করে বলে জানান তিনি।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি তোজাম্মেল হক বলেন, ওই যুবক ঐশির কাছে থাকা ব্যাগ ধরে টানাটানি করে ব্যাগ নিতে না পেরে ছুরিকাঘাত করে। ওই যুবক ছিনতাই করার উদ্দেশ্যে ঐশিকে ছুরিকাঘাত করেছে বলে ধারণা করা হচ্ছে।