চলনবিলে নৌকায় ঘুরতে গিয়ে বিদুৎস্পৃষ্টে নিহত ৩

পাবনার চাটমোহর উপজেলায় চলনবিলে নৌকায় ঘুরতে গিয়ে বিদুৎস্পৃষ্ট হয়ে দুই কলেজ শিক্ষকসহ তিনজনের মৃত্যু হয়েছে।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Sept 2017, 02:54 PM
Updated : 3 Sept 2017, 02:56 PM

চাটমোহর থানার ওসি শরিফুল ইসলাম জানান, উপজেলার সাইকোলা ইউনিয়নে রোব্বার বিকাল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন – জেলার তেঘরিয়া কলেজের প্রভাষক আবজাল হোসেন (৪০), সহকর্মী প্রভাষক আনোয়ার হোসেন (৪৫) ও আনোয়ারের ছেলে সোহান (১১)।

ওসি শরিফুল বলেন, আট-দশজনের একটি দল পাবনা শহর থেকে মাইক্রোবাসে করে সাইকোলা যায়। সাইকোলা ও হান্ডিয়ালের মাঝামাঝি একটা জায়গা থেকে তারা ইঞ্জিনচালিত নৌকা ভাড়া করে বিলের পানিতে ঘুরতে বের হয়েছিলেন। তাদের মধ্যে কয়েকজন বসেছিলেন নৌকার ছাদে।

“বিলের পানি বর্ষায় বিদুৎলাইনের কাছাকাছি উঠে গেলেও নৌকার চালক তা খেয়াল করেননি। নৌকার ছাদে বসা পাঁচজন বিদুৎলাইনে ধাক্কা খেয়ে পানিতে পড়ে যায়। অন্যরা তাৎক্ষণিকভাবে দুইজনকে উদ্ধার করলেও তিনজন নিখোঁজ থাকে। পরে সাইকোলার লোকেরা গিয়ে জাল দিয়ে তিনজনের লাশ উদ্ধার করে।”