কিশোরগঞ্জে মহিষের গুঁতোয় যুবক নিহত

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় মহিষের শিংয়ের আঘাতে এক যুবক নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Sept 2017, 10:14 AM
Updated : 3 Sept 2017, 10:14 AM

মশুয়া ইউনিয়নের মেরাতলা গ্রামে শনিবার রাতে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে।

নিহত লিটন মিয়া (২৬) মান্দারকান্দী গ্রামের ফেরেশন মিয়ার ছেলে।

আহতদের মধ্যে গোলাপ ও সুলতান নামের দুজনকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে কটিয়াদী মডেল থানার ওসি গোলাম রাব্বানী জানান, রাত ১০টার দিকে লিটন মিয়া নিজের দোকান থেকে বের হয়ে বাড়ি যাওয়ার সময় মহিষটি হঠাৎ করে তাকে তাড়া করে। এক পর্যায়ে শিং দিয়ে বুকের মাঝে আঘাত করলে তিনি মারাত্মকভাবে আহত হন।

“পরে স্থানীয়রা উদ্ধার করে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।”

ওসি বলেন, ওই সময় লিটনকে বাঁচাতে গিয়ে এই মহিষের আক্রমণে আরও অন্তত দশ জন আহত হয়েছেন।

ওসি জানান, স্থানীয়রা মহিষটিকে আটক করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।