বগুড়ায় পরিচয় গোপন রেখে কোরবানির মাংস বিতরণ

বগুড়ার ধুনট উপজেলায় বন্যার কারণে গোসাইবাড়ী-ভাণ্ডারবাড়ী ইউনিয়নে বাঁধে আশ্রয় নেওয়া মানুষের মনে ঈদের আনন্দ না থাকলেও হঠাৎ মাংস পেয়ে তারা খুশি হয়েছে। তবে যারা তাদের মাংস দিয়ে গেছে তারা তাদের পরিচয় দেয়নি।

জিয়া শাহীন বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2017, 05:45 PM
Updated : 2 Sept 2017, 05:45 PM

বৈশাখী চরের রুমন মিয়া বললেন, “চরের লোকজন অসহায়। তবে হঠাৎ কিছু লোক এসে এখানকার সবাইকে মাংস দিয়ে গেছে। কিন্তু তারা তাদের পরিচয় দেয়নি। তারা বলেছে, কে দিল এ নামটি বলা যাবে না।”

কেউ কেউ কিছু মাংস পেয়েছেন সমাজ থেকে। ধুনটের চিথুলিয়া গ্রামের রব্বানি বলেন, “দুই কেজি মাংস পেয়েছি। স্ত্রী-সন্তান নিয়ে মন ভরে একবেলা ঈদের মাংস খাইতে পারব।”

তবে সবার ভাগ্যে মাংস জোটেনি। শিমুলবাড়ির বন্যা নিয়ন্ত্রণ বাঁধের আশ্রয় নেওয়া আছিয়া বলেন, “নিজের কুরবানি দেওয়ার সামর্থ্য নাই। কুরবানির মাংসও পাইনি। বৃষ্টির কারণে কোনো জায়গায় যাব তারও সুযোগ হয়নি।”