চুয়াডাঙ্গায় ঈদ জামাতে সংঘর্ষ, আহত ১৩

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ঈদের নামাজ পড়াকে কেন্দ্র করে গ্রামবাসীদের সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছেন

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2017, 08:16 AM
Updated : 2 Sept 2017, 08:16 AM

শনিবার সকালে হাপানিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে চুয়াডাঙ্গার পুলিশ সুপার নিজাম উদ্দীন জানান।

আহতরা হলেন- হাপানিয়া গ্রামের হাসান মিয়া (৩২), মিলন আলী (২২), মহিবুল ইসলাম (৩৮), সেলিম রেজা (৩২), আজিজুল হক (৫০), জয়নাল আবেদিন (৪০), মতিয়ার রহমান (৫০), আব্দুল গফুর (৩০), উসমান গণি (৪৫), আব্দুল কুদ্দুস (৪৫), মকলেছ মিয়া (২২), ঠান্ডু মিয়া (৩৮) ও মো. বুকল (৩৬)

এদের মধ্যে জয়নালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।বাকিদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ সুপার বলেন, সকালে হাপানিয়া গ্রামের ঈদগাহে লোকজন নামাজ পড়তে যান।নির্ধারিত সময় পেরিয়ে গেলেও নামাজ শুরু না হওয়ায় কয়েকজন এর প্রতিবাদ করেন।

“এ সময় আরেক পক্ষ নামাজ দেরি করে শুরু করার পক্ষে কথা বললে দুইপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।এরপর একপক্ষ নামাজ না পড়ে চলে যায়।”

নামাজ শেষে ওই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় বলে জানান এসপি নিজাম।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক তারিক হাসান শাহিন বলেন, আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।এর মধ্যে জয়নাল আবেদিনের অবস্থা সংকটজনক হওয়ায় তাকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছে।