ঈদের দিনেও ফেরি ঘাটে আটকা ঘরমুখো মানুষ

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে রো রো ফেরি বন্ধ থাকা ও ফেরি চলাচল ব্যাহত হওয়ায় শত শত যানবাহনে ঈদের দিনেও আটকে রয়েছেন ঘরমুখো মানুষেরা।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2017, 06:34 AM
Updated : 2 Sept 2017, 07:05 AM

শনিবার সকাল থেকে শিমুলিয়া ঘাট দিয়ে দুই শতাধিক যান পারাপারের অপেক্ষায় থাকতে দেখা গেছে।

বুধবার রাত থেকে এই রুটে ফেরিগুলো স্বাভাবিক চলতে না পারায় দুর্ভোগ পোহাতে হচ্ছে দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষকে।

শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসির এজিএম খন্দকার শাহ নেওয়াজ খালেদ বলেন, “পর্যাপ্ত ফেরি থাকার পরও নাব্যতা সংকটে ফেরি স্বাভাবিকভাবে চলতে পারছে না। দুই শতাধিক যান এ ঘাট দিয়ে পারাপারের অপেক্ষায় আছে।”

পানি কমে গেলে শুক্রবার দুপুরে চারটি টি রো রো ফেরি বন্ধ করে দেওয়া হয়। এখন ১৪টি ফেরি দিয়ে এখন যাত্রীবাহী বাস ও প্রাইভেট কার পার করা হচ্ছে বলে জানান তিনি।

শাহ নেওয়াজ জানান, রো রো ফেরি বন্ধ করে দেওয়ার পর থেকে যানযট আরও প্রকট হয়। শুক্রবার দুপুরের পর অধিকাংশই গাড়িই ঘুরিয়ে ঢাকার দিকে চলে গেছে।

যাত্রীদের দ্রুত এবং নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওবার চেষ্টা চালানো হচ্ছে বলে জানান তিনি।