নেত্রকোণায় সংঘর্ষে আহত ইউপি সদস্যের মৃত্যু

নেত্রকোণায় মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত হওয়ার তিনদিন পর স্থানীয় এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে।    

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2017, 06:13 AM
Updated : 1 Sept 2017, 07:46 AM

নিহত কামরুল ইসলাম কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। তার বাড়ি ঝায়েরকোণা গ্রামে।

শুক্রবার ভোর ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে কেন্দুয়া থানার পরিদর্শক (ওসি) সিরাজুল ইসলাম জানান।

তিনি বলেন, গ্রামের একটি হাওরে মাছ ধরা নিয়ে বিবাদের জেরে মঙ্গলবার কামরুল ও তার অনুসারীদের সঙ্গে একই গ্রামের ছোবহান মিয়ার লোকজনের সংঘর্ষ হয়।

এতে গুরুতর আহত হলে স্থানীয়রা কামরুলকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

সিরাজুল বলেন,“সকালে কমারুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার সমর্থকেরা ছোবহান মিয়া ও তার লোকজনের বাড়ি ঘরে হামলা চালায়। এ সময় ১৫টি ঘর ভাংচুর, লুটপাট ও বাড়ির সামনে থাকা খরের গোদায় আগুন দেওয়া হয়।”

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষ এড়াতে এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।