ঝিনাইদহে রাতের আঁধারে ১০ বিঘা জমির কলাগাছ ধ্বংস

ঝিনাইদহের কালীগঞ্জে “বিরোধের জেরে’ সাবেক এক পৌর মেয়রের ১০ বিঘা জমির কলাগাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2017, 04:12 AM
Updated : 1 Sept 2017, 04:40 AM

বৃহস্পতিবার রাতে কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজুর কলাবাগানে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বাংলাদেশ রেলওয়ের কালীগঞ্জ পৌর এলাকার ১০ বিঘা জমি ইজারা নিয়ে দীর্ঘদিন ধরে কলা চাষ করে আসছেন বিজু।

বৃহস্পতিবার রাতে কে বা কারা তার কলাগাছগুলো কেটে এবং ট্রাক্টর দিয়ে মাড়িয়ে নষ্ট করে ফেলে।

বিজু বলেন, স্থানীয় এক প্রভাবশালী রাজনৈতিক নেতার সঙ্গে তার বিরোধ চলছিল। এর জেরে প্রতিপক্ষের লোকজন তার ১০ বিঘা জমির কলাগাছ নিধন করেছে বলে তিনি ধারণা করছেন।

এতে তার কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন বিজু। তবে এ ঘটনায় জড়িতদের নাম বা কার সঙ্গে তার বিরোধ ছিল তা প্রকাশ করতে রাজি হননি তিনি।

কালীগঞ্জ থানার অফিসার ওসি মিজানুর রহমান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া য়ায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।