ঈদে তিন দিন বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

ঈদুল আজহা উপলক্ষে স্থলবন্দর বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে তিনদিন।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2017, 01:20 PM
Updated : 31 August 2017, 02:36 PM

বেনাপোল স্থলবন্দরের উপ পরিচালক (প্রশাসন) রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঈদুল আজহা উপলক্ষ্যে শুক্রবার থেকে রোববার পর্যন্ত বন্দর বন্ধ থাকবে।

আগামী ৪ সেপ্টেম্বর সকাল থেকে বন্দরের কাজকর্ম আবার শুরু হবে বলে জানান তিনি।

ছুটিতে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি ওমর শরিফ।

টানা ছুটির কারণে সীমান্তের দুই পাশের ট্রাকজট আরও বাড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

বেনাপোলের মতোই পেট্রাপোলেও  ট্রাকজট রয়েছে বলে জানান ভারতের পেট্রাপোল বন্দর সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারী কার্ত্তিক চক্রবর্তী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বন্দরের ট্রাক টার্মিনাল, পেট্রাপোল পার্কিং ও বনগাঁওয়ে কয়েকশ পণ্য বোঝাই ট্রাক অপেক্ষা করছে। এসব ট্রাক বেনাপোল বন্দরে ঢুকবে ছুটি শেষে। ফলে পেট্রাপোল বন্দরসহ বেনাপোল বন্দর এলাকায় যানজটের সৃষ্টি হবে।

তবে রেজাউল করিম জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দরে পণ্য খালাস করতে আসা ভারতীয় ট্রাক ওপারে ফেরত যেতে কোনো বাধা নেই।