গায়ে পেট্রোল ঢেলে আগুন: ছেলের মৃত্যু, দগ্ধ বাবা

নেত্রকোণা শহরে পেট্রোলের আগুনে এক শিশুর মৃত্যু হয়েছে; গুরুতর দগ্ধ হন শিশুটির বাবা।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2017, 08:05 AM
Updated : 31 August 2017, 08:05 AM

পুলিশ বলছে, পারিবারিক কলহের জেরে ওই ব্যক্তি ছেলে ও নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছেন।

নেত্রকোণা মডেল থানার পরিদর্শক আমীর তৈমুর ইলী জানান, বুধবার রাতে মোক্তারপাড়া এলাকায় অগ্নিদগ্ধ হন মো. মাহবুব মিয়া (৩২) ও তার ছেলে আবিদ (৪)।

“বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আবিদের মৃত্যু হয়।”

পরিদর্শক আমীর তৈমুর জানান, মাহবুব মাদক বিক্রেতা জামাল উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে হেরোইনে আসক্ত। এ কারণে মাহবুবের সঙ্গে ঝগড়া করে তার স্ত্রী সন্তানকে রেখে বাবার বাড়ি চলে গেছেন। এনিয়ে তাদের সংসারে টানাপড়েন চলছিল।

“বুধবার রাত ৯টার দিকে মাহবুব তার মা মঞ্জুরা খাতুনের সঙ্গে ঝগড়া করেন। এক পর্যায়ে মাহবুব তার নিজের এবং ছেলের গায়ে পেট্রোল ঢেলে আগুন দেন।”

তৈমুর বলেন, স্থানীয়রা তাদের উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠান। সেখানে অবস্থার অবনতি হলে পাঠানো হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে পরে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

মাহবুবের অবস্থা আশংকাজনক বলে জানান তৈমুর।