প্রথম নারী ছাত্র উপদেষ্টা পেল রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ছাত্র উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক জান্নাতুল ফেরদৌস।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 August 2017, 10:35 AM
Updated : 30 August 2017, 10:35 AM

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এম এ বারী জানান, মঙ্গলবার জান্নাতুল ফেরদৌস ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান বিশেষ ক্ষমতাবলে তাকে ছাত্র উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ পদে বহাল থাকবেন।”

জান্নাতুল ফেরদৌস এরআগে বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের প্রাধ্যক্ষ ছিলেন।

নতুন এ ছাত্র উপদেষ্টা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি এই পদে প্রথম নারী হিসেবে নিয়োগ পেয়েছি। বিশ্ববিদ্যালয় আমাকে যে দায়িত্ব দিয়েছে তা ভালোভাবে পালনের চেষ্টা করব।

“নারীরাও যে যোগ্যতা রাখেন তার দৃষ্টান্ত স্থাপন করার সুযোগ এসেছে আমার কাছে।”

উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ায় উপাচার্যকে ধন্যবাদ জানিয়ে শিক্ষক-শিক্ষার্থীসহ সবার সহযোগিতা কামনা করেন তিনি।

গত ১৬ অগাস্ট ছাত্র উপদেষ্টা পদ থেকে অব্যাহতি চেয়ে রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দেন ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মিজানুর রহমান। মেয়াদ শেষ হওয়ার প্রায় দেড় বছর আগে তিনি পদ থেকে সরে গেলেন। এরপরই মঙ্গলবার অধ্যাপক জান্নাতুলকে ছাত্র উপদেষ্টা নিয়োগ দেওয়া হলো।