জাতীয় কবিকে স্মরণ গান-কবিতায়

নানা আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 August 2017, 06:12 AM
Updated : 30 August 2017, 02:04 PM

‘আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে’ শিরোনামে মঙ্গলবার রাতে জেলা শিল্পকলা একাডেমিতে বিদ্রোহী কবির ৪১তম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান হয়।

জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, নোয়াখালী অনুষ্ঠানটির আয়োজন করে ।

অনুষ্ঠানে নজরুলগীতি পরিবেশন করেন অধ্যাপক রমানাথ সেন, কামাল উদ্দিন, সুখেন্দু বিকাশ ভৌমিক, রাহা নব কুমার, শুক্লা মজুমদার, মেহের নিগার মৌলি, তন্ময় দেবনাথ ও মেহেবুবা কামাল।

নজরুলের অসাম্প্রদায়িক কবিতা থেকে আবৃত্তি করেন মনিরুজ্জামান মনির । এছাড়া কবির অভিভাষণ ‘যদি আর বাঁশি না বাজে’ পাঠ করেন শামীমা হাসনাত ঝুমুর।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ।

জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, নোয়াখালী সভাপতি বিমলেন্দু মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন কৈশোরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক আবু নাছের মঞ্জু, মুক্তিযোদ্ধা শাহ আলম ও সাবেক ছাত্রনেতা জিয়া উদ্দিন আহম্মেদ তোহা।

অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মো. ফয়েজ উল্লাহ, নোয়াখালী আবৃত্তি একাডেমির সাধারণ সম্পাদক শামস্ ইবনে আলী ডিউসহ বিভিন্ন সংগঠনের কর্মী সংগঠকরা উপস্থিত ছিলেন।

আলোচকরা কবি নজরুলের গান, কবিতা ও সৃষ্টিকর্মে যে সম্প্রীতির কথা বলে গেছেন তা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।