ঠাকুরগাঁওয়ে ‘কোটি টাকার কষ্টিপাথর’ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে সোয়া কোটি টাকা মূল্যের কষ্টিপাথর উদ্ধার করেছে বলে জানিয়েছে বিজিবি।

ঠাকুরগাঁও প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 August 2017, 11:10 AM
Updated : 29 August 2017, 11:10 AM

মঙ্গলবার দুপুরে বিজিবির প্যারেড গ্রাউন্ড সংলগ্ন ছাউনিতে সংবাদ সম্মেলনে ওই কষ্টিপাথর সাংবাদিকদের দেখানো হয়।

৩০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খাদেমুল ইসলাম বাসার জানান, সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে এসব কষ্টিপাথর উদ্ধার করা হয়।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঠাকুরগাঁওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুল আলমকে সঙ্গে নিয়ে হরিপুর উপজেলার পাঁচটি গ্রামে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে তিনটি গ্রামের পাঁচটি স্থানে কষ্টিপাথরের পাঁচটি খণ্ড উদ্ধার করা হয়।

উদ্ধার পাথরের মূল্য প্রায় এক কোটি ২৫ লাখ টাকা বলে জানান খাদেমুল।