মাদারীপুরে যুবক হত্যায় একজনের যাবজ্জীবন

মাদারীপুর সদর উপজেলায় এক যুবক হত্যায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

মাদারীপুর প্র‌তি‌নি‌ধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2017, 01:03 PM
Updated : 28 August 2017, 01:04 PM

সোমবার বিকালে মাদারীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ নাজমুল হক শ্যামল আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত শামীম মাতুব্বর (২৫) সদর উপজেলার মহিষেরচর গ্রামের বারেক মাতুব্বরের ছেলে।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরও তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে বলে জানান পিপি এমরান লতিফ।

মামলার ন‌থির বরাত দিয়ে তিনি জানান, মহিষেচর গ্রামের ইব্রাহিম খলিলের বাড়ি নির্মাণের কাজ করার সময় তার স্ত্রী আসমা বেগমের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে শামীমের। তাদের আপত্তিকর অবস্থায় দেখে ফেলে আসমার ছেলে নুর মোহাম্মদ সুজন (২০)।

“এরপর ২০১৪ সালের ১৬ জুন সন্ধ্যায় সুজন বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। পরদিন বাড়ির কা‌ছে আড়িয়াল খাঁ নদীর পাড়ে সুজনের গলাকাটা লাশ পাওয়া যায়।”

এ ঘটনায় ইব্রাহিম খলিল বাদী হয়ে অজ্ঞাত আসামি করে সদর থানায় একটি মামলা করেন।  তদন্ত শষে ওই বছর ১১ নভেম্বর আসমা বেগম ও শামীমসহ চারজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

শামীম গ্রেপ্তারের পর হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন বলে জানান পিপি।